আগরতলা, ১৮ নভেম্বর: তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার দ্বিতীয় পর্যায়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গোর্খাবস্তির তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকের পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
রাজ্যের প্রতিটি জেলা থেকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকসহ রাজ্যস্তরের আধিকারিকরা বৈঠকে অংশগ্রহণ করেন। রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য যে সকল প্রকল্প রয়েছে তার বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির বাস্তবায়ন কতটা হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তপশিলি জাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া স্কলারশিপ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
0 মন্তব্যসমূহ