Advertisement

Responsive Advertisement

১২ দফা দাবিতে রাজ ভবন অভিযান কর্মসূচি পালন করল ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষান মোর্চা

আগরতলা, ২৮ নভেম্বর : ২১ দফা দাবিতে যৌথ ভাবে দেশব্যাপী আন্দোলন কর্মসূচী করছে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় রাজভবন অভিযানে সামিল হল এই দুই সংগঠনের নেতা কর্মীরা।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সারা ভারতকে সবসময় ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, মতিলাল সরকার সি আই টি ইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে, সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী তথা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা, সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল থেকে দাবি করা হয় সরকারি হাসপাতাল বেসরকারিকরণ করা যাবে না, শ্রম আইনের সংশোধন বাতিল করতে হবে, বিদ্যুতের গ্রাহক স্বার্থ বিরোধী বিল বাতিল করতে হবে, বন আইনে পাট্টা প্রাপকদের প্রয়োজনীয় অর্থ দিতে হবে ইত্যাদি। কর্মসূচি সম্পর্কে পবিত্র কর বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বাধ্য করা হয়েছিল কৃষি আইন বাতিল করার জন্য। এরপর কৃষিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ফসলের ন্যায্য দামের জন্য নীতি প্রণয়ন করা হবে, কিন্তু তার কিছুই হয়নি। এই দাবিগুলিকে প্রণয়ন করার জন্য সরকারকে বাধ্য করতে দেশ জুড়ে তাদের আন্দোলন চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ