তেলিয়ামুড়া, ১৫ নভেম্বর : রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়ার ক্রীড়া জগতের উদ্যময়ী মহিলা ক্রিকেটার ও স্থানীয় নেতাজি নগরের বাসিন্দা মন্দিরা দেবনাথ গত কিছুদিন আগে একটি দুর্ভাগ্যজনিত পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার অপারেশন হয়েছে। তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বুধবার মন্দিরা দেবনাথের মায়ের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। সেই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
মন্দিরার দুঃসময়ে তার পাশে থাকার জন্য তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, কোষাধক্ষ্য পরিমল নন্দীসহ অন্যান্যদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কল্যাণী রায়।
0 মন্তব্যসমূহ