Advertisement

Responsive Advertisement

ঝড়-বৃষ্টিতে উদয়পুরের ক্ষতিগ্রস্থ কৃষি জমি পরিদর্শন করলেন সারা ভারত কৃষক সভার প্রতিনিধি দল

আগরতলা, ১৮ নভেম্বর : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উদয়পুরে ব্যাপক ক্ষতি হয়েছে। সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক নিতাই বিশ্বাস ও মহকুমা সম্পাদক নিখিল দাস, আশিস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কুপিলং এলাকায় যান সরজমিনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল দেখতে যান। 
পরিদর্শন শেষে কৃষক সভা নেতা নিতাই বিশ্বাস জানান,  যেসব জায়গায় ধান ও সবজি ফসল ব্যাপক ক্ষতি হয় সেগুলি হল কুপিলং, আমতলী, কাকড়াবন, মহারানী, তুলামুড়া, পালাটানা সহ অন্যান্য এলাকায়।
দুর্দশাগ্রস্থ কৃষকদের সমস্যার কথা জানানোর জন্য জেলা সম্পাদক নিতাই বিশ্বাস ও নিখিল দাস দ্রুত দেখা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর সাথে। এছাড়াও দেখা করে কথা বলেন সুপারিন্টেন্ডেন্ট অব এগ্রিকালচার টেপানিয়া ব্লক ও মাতাবাড়ি ব্লক আধিকারিকের সাথে। ঝড় জলে ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের অতি দ্রুত আর্থিক ক্ষতিপুরনের ব্যবস্থা করার দাবি রাখেন বলেও জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ