Advertisement

Responsive Advertisement

শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এনআইটি আগরতলার ১৬তম সমাবর্তন হবে

       
আগরতলা, ২ নভেম্বর : আগামী শনিবার এনআইটি আগরতলার ১৬তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাজধানীর পার্শ্ববর্তী জিরানিয়া এলাকার এনআইটি ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। সেই সঙ্গে উপস্থিত থাকবেন এআইসিটিই'র প্রাক্তন চেয়ারম্যান এবং এনআইটি খড়্গপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক দামোদর আচার্য, এনআইটি আগরতলার বোর্ড অফ গভর্নসের চেয়ারম্যান বিনোদ বাউরী। এন আইটি আগরতলার ডিরেক্টর অধ্যাপক ড. এস কে পাত্র সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক উত্তীর্ণদের হাতে ডিগ্রী প্রদান করবেন। সমাবর্তন অনুষ্ঠানে ৪৫ জন পিএইচডি, ১১৭জন এম টেক, ১২জন এমসিএ, ৩১এমি বি এ, ১৯জন এমএসসি, ৭৭৩জন বিটেক, ৫২জন বি এস, ১৪জন বি টি, ৩৭জন বি এস এম এস, ৭জন বিটিএমটি গ্রেজুয়েটদের শংসাপত্র দেওয়া হবে। 
বৃহস্পতিবার এন আইটির কুঞ্জবন এলাকার সিটি অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে।
সেই সঙ্গে আরো বলা হয়, এনআইটি আগরতলা একটি জাতীয় স্তরের ইনস্টিটিউট। কারিগরি শিক্ষা এবং গবেষণায় শ্রেষ্ঠত্বের সূচনা লক্ষ্যে ভারত সরকার এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিল। বর্তমানে এনআইটি আগরতলায় ৪,৮৫০ শিক্ষার্থী বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছেন। এই প্রতিষ্ঠানে বিটেক স্তরে নয়টি শাখা এবং এমটেক স্তরে ২৪টি স্পেশালাইজেশন এবং ডুয়েল ডিগ্রী কোর্সে পাঁচটি শাখা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে এমবিএ, এমসিএ এবং পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩০০ জন শিক্ষার্থী পিএইচডি কোর্সে গবেষণারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ