Advertisement

Responsive Advertisement

বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে মায়ের কোলে তোলে দিল প্রশাসন


তেলিয়ামুড়া, ২৫ নভেম্বর: তেলিয়ামুড়া মহকুমার  মুঙ্গিয়াকাযি ব্লকের অন্তর্গত বংশীপাড়ার দেড় দিন বয়সী শিশু সন্তান বিক্রি নিয় রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। প্রশাসনের তরফে টিম গঠন করে বিক্রি হয়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে জোর তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায়। মুঙ্গিয়াকামি, খুমলুং সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে গোমতী জেলার করবুক থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। সেখান থেকে শিশুকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বর্তমানে শিশু এবং তার মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে।
সম্প্রতি মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত আঠারমুরার হলুদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ার জনৈক খুকেন দেববর্মা এবং ঊষা রানী দেববর্মার দেড় দিন বয়সী কন্যা সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে গুঞ্জন উঠেছে। যদিও মন্ত্রী রতন লাল নাথের দাবী অভাবের জন্য নয়, এর পেছনে অন্য কোন কারণ রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ