বিশ্বেশ্বরম মজুমদার, শান্তিরবাজার, ৯ নভেম্বর : শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশান নিজেদের কর্মসূচীর পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক কর্মসূচী করেযাচ্ছে। সর্বদা অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াচ্ছে কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা।
এরমধ্যে শান্তিরবাজার পৌর পরিষদের ১০ নং ওয়ার্ডের বিজেপি কর্মী সন্তোষ বনিক হৃদরোগে আক্রান্তহয়ে পরলোকগমন করেন। আগামীকাল তার শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। প্রয়াত বিজেপি কর্মীর আত্মার সৎগতি কামনা করে তার পরিবারের পাশে দাঁড়ালো শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা। তারা প্রয়াত বিজেপি কর্মীর পরিবারের লোকজনদের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দিলেন। কনট্রাকটার এসোসিয়েশানের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।
0 মন্তব্যসমূহ