মঙ্গলবার আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জারিতা লাইটফ্লাং ও ত্রিপুরা মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী নতুন দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করার পর রাজ্যের মহিলাদের সঙ্গে নিয়ে তাদের সশক্তিকরন ও বিভিন্ন যে সুযোগ সুবিধা তা পাইয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। তাছাড়া বর্তমানে যে নারীদের অবস্থা তা থেকে তাদের পরিত্রাণের ক্ষেত্রে মহিলা কংগ্রেস গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
এদিন বৈঠকে মূলত মহিলা কংগ্রেসের আগামী দিনের আন্দোলনের রূপরেখা স্থির করা হয়েছে।
0 মন্তব্যসমূহ