Advertisement

Responsive Advertisement

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছে সরকার, বটতলায় আধুনিক মার্কেট গড়ে তোলা হবে : মেয়র

আগরতলা, ২৯ নভেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার এলাকা আবার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার তিনি বাজারের পুড়ে যাওয়া অংশ পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ দিনের পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে বটতলার সব্জি বাজারের প্রায় পরটাই পুড়ে গিয়েছে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পরদিনই মুখ্যমন্ত্রী বাজার পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মেয়রের পাশাপাশি সরকারি আধিকারিকরাও সেদিন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারের তরফে যেন সহায়তা করা হয়। পাশাপাশি আগরতলা পুর নিগমকে বাজার পুনরায় চালু করার জন্য ব্যবস্থা গ্রহণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর প্রেক্ষিতে পুর নিগম কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা এসে পৌঁছাচ্ছে। তবে পুরো নিগমের কাছে আগে থেকেই সকল ব্যবসায়ীদের তালিকা রয়েছে। পুর নিগম আগেই সার্ভে করে সবকটি বাজারের ব্যবসায়ীদের তালিকা তৈরি করে রেখেছে। এই তালিকার ভিত্তিতে সহায়তা করা হবে। স্থানীয় কর্পোরেটর এবং সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে এই বাজারকে অত্যাধুনিক বাজার হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান মেয়র এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ