Advertisement

Responsive Advertisement

সারা দেশ ঘুরে রক্তদান ১২০বারের বেশী রক্তদান করেছেন প্রকাশ এম নাডার

আগরতলা, ১০ নভেম্বর : পরো উপকার করা বেশিরভাগ মানুষের সহযাতর ধর্ম। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রক্তদান। রীতিমত রক্তদানকে নিয়ে কিছু মানুষের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বেশি সংখ্যায় রক্তদান করেছেন। তবে শুক্রবার এক বিচিত্র রক্তদাতার সঙ্গে পরিচিত হলো আগরতলাবাসী। তিনি মহারাষ্ট্রের মুম্বাই শহরের বাসিন্দা, নাম প্রকাশ এম নাডার। তার শখ দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে রক্তদান করা। তবে তিনি আমাদের সকলের মত নন, তিনি ৯০ শতাংশ দিবাঙ্গ। তবে তা তার কাছে কোন প্রতিবন্ধকতার বিষয় নয়।
ইতিমধ্যে তিনি ২৬টি রাজ্যে ঘুরে ঘুরে ১২০বার রক্তদান করেছেন। ২৭তম রাজ্য হিসেবে তিনি শুক্রবার আগরতলার আই জি এম হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেন। সোসাইটি অফ ভলোন্টারী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আহবানে সাড়া দিয়ে আগরতলায় এসে রক্তদান করেন। অ্যাসোসিয়েশনের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে সোসাইটি অফ ভোলানটারি ব্লাড ডোনার্স এর সভাপতি প্রণব বণিক জানান, শ্রী নাডার এখন পর্যন্ত দেশের ২৬টি রাজ্যে রক্তদান করেছেন। ত্রিপুরা হচ্ছে ২৭তম রাজ্য। তিনি আরো জানান শ্রী নাডার শুধুমাত্র একজন বিশিষ্ট রক্তদাতা নন। তিনি একজন ক্রীড়াবিদও। এখন পর্যন্ত সাঁতার, ওয়েট লিফটিং, লন টেনিস এর মধ্যে তিনি স্বর্ণপদক লাভ করেছেন। রাষ্ট্রপতির হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছেন। তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও তাকে পুরস্কৃত করেছেন। আই জি এম হাসপাতালে রক্তদান করে তিনি মোটরস্ট্যান্ডস্থিত বিবিসি ক্লাব ও শনি মন্দির কালীপূজা কমিটির রক্তদান শিবিরেও উপস্থিত ছিলেন। উল্লেখ্য শ্রী নাডার দেশে ব্লাড ম্যান হিসেবে পরিচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ