Advertisement

Responsive Advertisement

ছোট্ট ছোট্ট দুইটি অবুঝ শিশু সন্তানকে ফেলেরেখে পরপুরুষের হাতধরে পালিয়ে গেলো গৃহবধূ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ৪ নভেম্বর: মা ডাকটি খুবই মধুর। ছোট্টবেলায় সকলে মায়ের আদরে বড় হয়ে থাকে। ১০ মাস ১০ দিন গর্ভে ধারনকরে মা শিশুসন্তানকে এই পৃথিবীর বুকে নিয়ে আসে। কিন্তু দেখাগেই সেই মা অবুঝ শিশুসন্তানদের রেখে চলেগেছে। ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাজাপুর এলাকার বাসিন্দা রনবীর কর্মকারের ও উদয়পুর ফোঁটামাটি এলাকার বাসিন্দা মামন দে ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিবাহের পর দুজনেই সুখের সংসারে বসবাস করছে। দুইজনের কোল জোড়ে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান এসেছে। বর্তমান সময়ে ছেলেটির বয়স ৪ বছর ও মেয়েটির বয়স দেড় বছর। সংসারে কোনো প্রকার অশান্তি না থাকা সত্বেও গৃহবধূ রাজাপুরের এক সেলুন দোকানের মালিকের সাথে পরকীয়ায় লিপ্ত হয় বলে অভিযোগ। পরকীয়ার জেরে গৃহবধূ ৪ বছরের ছেলে ও দেড় বছরের মেয়েকে রেখেদিয়ে লক্ষ্মীপূজার দিন রাতে নাগরের হাতধরে ঘর ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এতে করে ছোট্ট ছোট্ট দুইটি শিশু অসহায় হয়ে পড়ে। মাকে কাছে না পেয়ে ছোট্ট শিশু দুইটি কান্নায় ভেঙ্গে পড়ে। গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে থানায় লিখিত ভাবে জানানো হয়েছে। অবশেষে ছোট্ট শিশুদের মুখের দিকে তাকিয়ে শিশুদের মাকে ফিরে পেতে পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন। প্রসাশন যেন ছোট্ট শিশুদের মাকে ফিরিয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়েদেয় তারই আবেদন করলো পরিবারের লোকজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ