Advertisement

Responsive Advertisement

সাংগঠনিক কাজে কুমারঘাট গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা

কুমারঘাট, ৪ নভেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ফটিকরায়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ছুটে আসলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আসিশ কুমার সাহা। উল্লেখ্য গত ১ নভেম্বর কুমারঘান্ত্রী সুনীল চন্দ্র দাসের বাস ভবনে ছুটে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সঙ্গে ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায়,  প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, সেখানে প্রয়াত মন্ত্রীর পরিবার পরিজনের সাথে কথা বলেন এবং উনার আত্মার সদগতি কামনা করেন। সেখান থেকে যান পার্শ্ববর্তী রাজ্য  মিজোরাম সফরে নির্বাচনের প্রচারের কাজে। সেখানে প্রচার শেষ করে আগরতলায় ফিরার পথে শনিবার ত্রিপুরার ফটিকরার বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের দলের প্রাক্তন বিধায়ক তথাদলের নেতৃত্ব সুবল বিশ্বাসের বাড়িতে প্রথমে ছুটে যান সেখানে গিয়ে উনার শারীরিক খোঁজ খবর নেন। সেখান থেকে ছুটে যান ফটিকরায়ের প্রয়াত কংগ্রেস নেতা সুজিত পালের বাসভবনে গিয়ে উনার পরিবার পরিজনের সাথে মত বিনিময় করেন। তারপর ফটিকায় ব্লক কংগ্রেস ও পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের যৌত আকারে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী দিনের সংগঠনের বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করেন! প্রদেশ কংগ্রেস সভাপতি ছাডাও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংকল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুল জামান তাছাড়া উপস্থিত ছিলেন পাবিয়াছডা ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিজিত প্রার্থী সত্যবান দাস, জেলা সাধারণ সম্পাদক সমীরন দাস , তরুণ সাহা , জুতির্ময়দের প্রাক্তন ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি গৌরাঙ্গ দে! কংগ্রেস নেতা সুভাষ দত্ত, সুশিত পাল!কংগ্রেস দলের ইনটাক নেতা কান্তি দেব রিন্টু লাল দেব সহ প্রোমোকরা 
এদিন সাংগঠনিক বৈঠক শেষ করে সাংবাদিকদের সামনে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ