Advertisement

Responsive Advertisement

ফিলিপাইনে আয়োজিত অ্যাথলেটিক্স'র আসরে রাজ্যের দুই মেয়ের ব্যাপক সাফল্য

আগরতলা, ৯ নভেম্বর: ফিলিপাইনি অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলো ত্রিপুরার দুই অ্যাথলিট। 
রাজ্যের পশ্চিম জেলার রাণীরবাজার এলাকার মিতালী দেবনাথ ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান এ্যাথলেটিক্স গেমসে পনেরশো মিটার লংজাম্প ইভেন্টে সোনা জিতে, অপরদিকে ৮০০লংজাম্প ইভেন্টে অর্চনা বণিক রৌপপদক জয় করে। 
ভারত তথা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করলো।
ত্রিপুরা রাজ্যের গর্ব এই মেয়ে জাতীয় স্তরের স্পোর্টসে দুইবার স্বর্ণপদক এবং একবার রৌপ্যপদক অর্জন করে। এবার ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক্স- ২০২৩ এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক জয় করে। তাদের এই জয় রাজ্যের পাশাপাশি সমগ্র দেশবাসীকে গর্বিত করে।
এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা তাদের অভিনন্দন জানিয়েছেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ