Advertisement

Responsive Advertisement

মাঝ আকাশে বিমানে স্বামী-স্ত্রীর ঝগড়া, মাঝপথে জরুরি অবতরণ করাতে বাধ্য হলেন পাইলট

দিল্লী, ২৯ নভেম্বর: মাঝ আকাশে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া, বাধ্য হয়ে বিমানকে জরুরী করালেন পাইলট। বুধবার দিল্লীর আকাশে এই ঘটনা ঘটে। লুফথানসার একটি বিমান জার্মানি থেকে ব্যাংকক যাচ্ছিল। অন্যান্য যাত্রীদের সঙ্গে এই বিমানে স্বামী-স্ত্রী জার্মান ও থাইল্যান্ডের নাগরিক দম্পতিও ছিলেন। বিমান যখন মাঝ আকাশে উড়ে গন্তব্যের দিকে যাচ্ছিলো তখন বিমানের মধ্যে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়া ওই জার্মান ও থাইল্যান্ডের নাগরিক দম্পতি। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কেবিন ক্রুরা, তারা অনেক চেষ্টা করেন দম্পতিদের শান্ত করার জন্য, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে পাইলট বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করান এবং তাদের একজনকে নামিয়ে দেওয়া হয়। পরে গন্তব্যের দিকে রওনা হয় বিমানটি।
ভারতের অসামরিক বিমান চলাচল বিভাগের তরফে জানানো হয়েছে, ঝগড়া চলাকালীন সময় স্ত্রী পাইলটের সাহায্য চান। তখন পাইলট বিমানটিকে প্রথমে পাকিস্তানে অবতরণের জন্য অনুমতি চেয়েছিল কিন্তু সেখানে অনুমতি না পেয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। এরপর স্বামীকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। বিমান থেকে নামিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানা গিয়েছে। ঐ ব্যক্তি জার্মান নাগরিক হওয়ায় বিষয়টি জার্মান দূতাবাসকে জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ