Advertisement

Responsive Advertisement

শ্বশুর বাড়ি বেড়াতে এসে জামাই মৃতদেহ হয়ে ফিরল বাড়ি!

কুমারঘাট, ৩ নভেম্বর : শ্বশুরবাড়ি বেড়াতে এস এ মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে লংতরাইভ্যালি মহকুমার নালকাটা দেবীপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম রঞ্জন দাস। ঘটনার বিবরনে জানাগেছে কুমারঘাটের বাসিন্দা রঞ্জন বৃহষ্পতিবার নালকাটায় তার স্বশুর বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার সকালে নালকাটা ওভারব্রিজ সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত দেহ। এই ঘটনা নজরে আসতেই স্থানীয়রা খবর দেয় মৃতের বাড়ীতে এবং থানায়। খবর পেয়ে ছুটে যায় মৃতের পরিবারের লোকজন সহ পুলিশ। ধারনা করা হচ্ছে এদিন সকালে ধর্মনগর-আগরতলাগামী রেলে কাটা পরেই মৃত্যু হয়েছে বছর ৩২ এর এই যুবকের। দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অনেকে প্রশ্ন তোলছেন নেহাত দুর্ঘটনা জনিত মৃত্যু না এর পেছনে অন্য কিছু আছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ