উদয়পুর, ২৫ নভেম্বর : গোমতী জেলা ভারতীয় জনতা যুবমোর্চার উদ্যোগে কার্যকারিনী বৈঠক ও মন্ডল স্বশক্তিকরন অভিযান প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয় শনিবার। এতে অংশগ্রহণ করেন ভারতীয় জনতা যুবমোর্চা রাজ্য সভাপতি তথা ত্রিপুরা শিল্প ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। তিনি ভারতীয় জনতা যুবমোর্চার সংগঠনকে বুথ স্তরে সুদৃঢ় করার লক্ষ্যে কার্যকর্তাগনদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির সম্পাদক রতন ঘোষ, গোমতী জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি অভিষেক দেবরায় মহোদয় এবং জেলা ভারতীয় জনতা যুবমোর্চার সভাপতি সুকান্ত সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।
0 মন্তব্যসমূহ