অপর্ণা সিনহা
ভালোবাসা তখনও চরমে
মুখে-চোখে ঠিকরে বেরুচ্ছে আগুন!
দুজনেই দগ্ধ,পিষ্ট অসহ্য বাঁধনে,
ঠিক তখনই সেই মোড় এল অবলীলাক্রমে।
হয়তো এমনই কথা ছিল পূর্বজন্মে,আমি বুঝিনি
ঐ মোড় থেকেই বিদায় জানিয়েছিলে।
দাঁড়িয়ে যতক্ষণ ছিলে,তাকিয়ে ছিলাম।
কত আদরে বিনয়ে বললে 'বিদায়' শব্দটি।
আজও কানে বাজে 'ভালো থেকো'।
হ্যাঁ ভালোই তো আছি।
জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেলে
অবশিষ্ট কি থাকে জানি না?তবে
মানুষ আর খারাপ থাকে না তখন।
কথা হারিয়ে গেলে যেমন বোবা হয়
আর কোনও অভিযোগ থাকে না।
তেমনই! আজকাল বোবা মনে হয় নিজেকে!
কথায় আছে বোবার শত্রু নেই
তাই বেশ আছি।
শুধু মাঝে মাঝে ক্লান্ত করে দেয় মনকে
কিছু অতীত যা ফুরিয়ে গেছে।
কখনও ফিরবে না যে সময়।
মাঝে মাঝে ডুবিয়ে রাখে অকারণ
এক অগ্নি চুল্লীতে!
পিশাচী মন তখন শীতল।
যেন এ দেহে প্রাণ নেই,
যেন এক জলজ্যান্ত শব!
0 মন্তব্যসমূহ