Advertisement

Responsive Advertisement

গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গাড়িসহ আটক করে ধর্মনগর পুলিশ

অয়ন নাগ, ধর্মনগর, ৯ নভেম্বর : দীর্ঘদিন ধরে উত্তর জেলার ধর্মনগরের  ঢ়ুপিরবন্দ, রামনগর, উত্তাখালী এলাকা জুড়ে গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে সিলিন্ডার চুরি হওয়ার ঘটনা ঘটে চলছিল। তা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হলেও যেমন চুরি হচ্ছিল তাই বহাল ভাবে চলছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোররাতে ধর্মনগর থানার পুলিশ খবর পেয়ে ঢ়ুপিরবন্দ এলাকায় সিলিন্ডার চুরির সময় উপস্থিত হয়। সেখান থেকে ইন্ডিয়ান ওয়েলের একটি ছয় চাকার গাড়ি যার মধ্যে ৩৪০ টি ভর্তি সিলিন্ডার ছিল গাড়ির নম্বর টি আর ০৫এফ ১৭৮৩ এলাকা থেকে একটি খালি সিলিন্ডার ভর্তি অটো টি আর ০৫ ডি ১৭৫৩ উদ্ধার করা হয়। ছোট অটো গাড়িটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকের চালক নাসির এবং সহচালক অশোক দাস কে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সিলিন্ডার ভর্তি গাড়ি এবং খালি সিলিন্ডার যুক্ত অটোটিকে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান এখন তল্লাশি চলছে এবং বড় গাড়ির চালক ও সহচালক কে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তারপর ফুড এবং সিভিল সার্ভিসের হাতে তুলে দেওয়া হবে। তারা সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে শেষ হওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া ট্রাক গাড়ি থেকে এ এস ২৫সি ৯২০৭ নম্বরের অপর একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে কিছু সংখ্যক এলাকাবাসীর সহায়তায় এই এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে ভর্তি গ্যাস সিলিন্ডারের পরিবর্তে খালি গ্যাস সিলিন্ডার দিয়ে পূর্ণ করে রাজ্যের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন গ্যাস এজেন্সির মালিকরা গাড়ির মধ্যে ভর্তি সিলিন্ডারের পরিবর্তে ভর্তি সিলিন্ডারের পাশাপাশি বেশ কিছু খালি সিলিন্ডার এইভাবেই পেয়ে যাচ্ছে। তা নিয়ে দপ্তরের কাছে অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন গ্যাস এজেন্সি থেকে উঠে এসেছে। কিন্তু কোথায় কিভাবে দিনের পর দিন গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে ভর্তি সিলিন্ডারের পরিবর্তে খালি সিলিন্ডার দিয়ে পূর্ণ হচ্ছে তা নিয়ে প্রশাসন তৎপর ছিল, নেপথ্যে কি রয়েছে তা ধরার জন্য। এখন প্রশাসনের কাছে একটি সূত্র চলে এসেছে যা ধরে প্রশাসন তাদের তদন্ত অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ