মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন এ কে মিশ্র তিপ্রামথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে বৈঠক করেন। রাজধানী আগরতলার এডি নগর এলাকার পুলিশ লাইনের অফিসে আয়োজিত এই বৈঠক শেষে বেরিয়ে আসার সময় প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সংবাদ মাধ্যমকে জানান, তারা তাদের দাবি থেকে সরে আসেননি গ্রেটারতিপ্রা ল্যান্ড গঠন করার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধির সামনে। প্রদ্যুৎ কিশোর আরো বলেন এখন কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করবে ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণের জন্য কি করবে। তাদের এই দাবি শুনে কেন্দ্রীয় প্রতিনিধি কি বলেছেন সাংবাদিকদেরএই প্রশ্ন করা হলে, উত্তরে প্রদ্যুৎ কিশোর বলেন কেন্দ্র সরকার যা বলবে তা তাদের সামনে লিখিত ভাবে দিতে হবে। তিপ্রামথা দল নিজেদের জন্য কিছু বলেনি, যা কিছু বলেছে জনজাতি অংশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বলেছে। সেই সঙ্গে তিনি বলেন সাংবিধানিক সমাধান বলতে তারা আলাদা প্রশাসনিক অধিকার দেওয়ার কথা বলেছেন এবং এক্ষেত্রে চূড়ান্ত সমাধান হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্য গঠন করা। এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
পাশাপাশি এই দিন বিজেপি আইপি একটি সহ অন্যান্য জনজাতি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় এই প্রতিনিধি।
0 মন্তব্যসমূহ