Advertisement

Responsive Advertisement

মন্ত্রীর উপস্থিতিতে জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির ৫৩তম বার্ষিক সাধারন সভা

আগরতলা, ২২ নভেম্বর : বুধবার জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। জিরানীয়া অগ্নিবীনা হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, সোসাইটির চেয়ারম্যান অরবিন্দ বোসসহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে জানান, আগামীদিনে এই সোসাইটির আরো উন্নতির জন্য কি কি করণীয় এবং কতটুকু ব্যয় ও আয় করা যায় সে বিষয়ে সকলের মধ্যে আলোচনাক্রমে আগামী এক বছরের বাজেট নির্ধারণ করা।
তাছাড়া এই সোসাইটিতে ৭০০জন সদস্য রয়েছে যার গুরুত্ব অনেক বেশি, তাই এই সোসায়াটির উন্নয়নে নিজেদের এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী। তার পাশাপাশি এই সোসাইটির জন্যে এলাকায় উন্নয়ন হচ্ছে এলাকার মানুষের, এই জন্যও সাধুবাদ জানান তিনি। এই দিনের সভায় জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ