এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে জানান, আগামীদিনে এই সোসাইটির আরো উন্নতির জন্য কি কি করণীয় এবং কতটুকু ব্যয় ও আয় করা যায় সে বিষয়ে সকলের মধ্যে আলোচনাক্রমে আগামী এক বছরের বাজেট নির্ধারণ করা।
তাছাড়া এই সোসাইটিতে ৭০০জন সদস্য রয়েছে যার গুরুত্ব অনেক বেশি, তাই এই সোসায়াটির উন্নয়নে নিজেদের এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী। তার পাশাপাশি এই সোসাইটির জন্যে এলাকায় উন্নয়ন হচ্ছে এলাকার মানুষের, এই জন্যও সাধুবাদ জানান তিনি। এই দিনের সভায় জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ