আগরতলা, ১৬ নভেম্বর : রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার তরফে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু'র সঙ্গে সৌজন্য স্বাক্ষত করেন। বৃহস্পতিবার রাজভবনে গিয়ে সংস্থার চেয়ারম্যান ডা অভিজিৎ সরকার, ভাইস চেয়ারম্যান অভিজিৎ মৌলিক, অফিস ইন চার্জ নন্দিতা ভট্টাচার্যীসহ মোট চার জনের প্রতিনিধি দল দেখা করেন। প্রতিনিধি দলের তরফে রাজ্যপালকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ