আগরতলা, ২৯নভেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানী আগরতলার বটতলা বাজার পরিদর্শন করলেন সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। বুধবার প্রতিনিধি দলটি বাজারের অগ্নিদগ্ধ অংশ পরিদর্শন করেন। সেই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে সাহায্য প্রদানের জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানান জিতেন চৌধুরী। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমকে বলেন, রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ত বাজারগুলির মধ্যে একটি হচ্ছে বটতলা বাজার। যে অংশটি অগ্নিদগ্ধ হয়েছে তার বেশিরভাগ মানুষই কাঁচামালের ব্যবসার সঙ্গে জড়িত। তাই তাদের আর্থিক অবস্থা খুব ভালো নয়। সরকার খুব দ্রুত যেন তাদের আর্থিক সহায়তা করে, যাতে তারা আবার ব্যবসা শুরু করতে পারেন। সেই সঙ্গে ব্যস্ততম এই বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিতে গড়ে তোলার আহ্বান রাখেন তিনি। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে মহকুমা প্রশাসনের কাছে তাদের তরফে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে বলে জানান।
0 মন্তব্যসমূহ