Advertisement

Responsive Advertisement

জোলাইবাড়ির উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

জোলাইবাড়ী, ২ নভেম্বর:  জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছেন মন্ত্ৰী শুক্লাচরন নোয়াতিয়া। বিশেষ করে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন জোলাইবাড়ী বিজেপি'র মন্ডল সভাপিত অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কর্মসূচীগুলি সঠিক ভাবে রূপয়িত হচ্ছে কিনা তা প্রতিনিয়ত দেখাশোনা করছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নিজে।
উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিক ভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে বৃহস্পতিবার জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়, এর পৌরহিত্য করেন মন্ত্রী নিজে। জোলাইবাড়ী ব্লকের অধীনে সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিটিং এর মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে উন্নয়ন মূলক কর্মসূচীগুলি সঠিক ভাবে বাস্তবায়িত হয়েছে কিনা বা যেসকল কাজ এখনো শেষ হয়নি সেগুলো দ্রুততার সঙ্গে শেষ করার জন্য বলা হয়। এই আলোচনাসভার শেষে বিভিন্ন পঞ্চায়েতের কাজের উপর ভিত্তি করে পঞ্চায়েত প্রতিনিধিকে পুরষ্কৃত করা হয়। এদিন এই আলোচনা সভায়মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিডিও আধিকারিক মানস ভট্টাচার্য্য, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বি এস সির চেয়ারম্যান অশোক মগসহ
অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ