Advertisement

Responsive Advertisement

জনজাতিদের উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রদ্যুতের বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৩ নভেম্বর: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন। শুক্রবার রাতে মহাকরনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিকসার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রদ্যুৎ কিশোর। দীর্ঘ প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে তাদের এই বৈঠক। এদিন বৈঠক শেষে রাত ১০:১৫ মিনিট নাগাদ মহাকরণ থেকে বেরিয়ে আসার সময় প্রদ্যুৎ কিশোর সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যের উন্নয়ন বিশেষ করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ও জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য তিনি কথা বলতে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরো বলেন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলতে থাকবে। মথার তরফে নানা সময়ে বলা হয়েছে জনজাতি এলাকার উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে না। এই বিষয়টি রাজ্য সরকার দেখবে বলেও জানান এদিন।
 কিছুদিন আগে দিল্লিতে গিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ'র সঙ্গে বৈঠক করে এসেছেন। এই বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে, তিনি বলেন রাজ্যের জনজাতি অংশের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। এর জন্য তিনি সবার সঙ্গে বৈঠক করতে রাজি। এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহাও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ