ইন্ডিয়ান পোষ্ট গ্রুপ C নতুন রিক্রুটমেন্ট নোটিশ : পোস্ট অফিসে বিরাট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! এখানে বহু সংখ্যক বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সকল পুরুষ ও মহিলা উভয় পোস্টাল অ্যাসিস্ট্যান্ট , সর্টিং অ্যাসিস্ট্যান্ট , পোস্টম্যান , মেইল গার্ড, MTS পদের জন্য আবেদন করতে পারবেন। যে সকল চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক অবশ্যই 03/12/2023 তারিখে আগে অনলাইনে মাধ্যমে www.indiapost.gov.in অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে।
নোটিশ নং - W-17/55/2022/SPN-I
পদের নাম -
Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard, MTS
শিক্ষাগত যোগ্যতা -
Postal Assistant - Must have computer experience with graduation.
Sorting Assistant - Must have computer experience with graduation.
Postman - Must have computer experience with higher secondary pass.
Mail Guard - Must have computer experience with secondary pass.
MTS - Must have computer experience with secondary pass.
শূন্যপদ -
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট - 558টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে।
Sorting Assistant - 143টি শূন্যপদে রয়েছে।
Postman - 585টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে।
Mail Guard - 570টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে।
MTS - 3টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা -
যে সকল চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক অবশ্যই 18 - 27 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেতে পারেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ফলো করুন।
মাসিক বেতন -
পদ অনুযায়ী লেভেল 1 থেকে 4 পযর্ন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি -
Follow Official Notification
আবেদন পদ্ধতি -
সকল প্রার্থীদের অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in ওয়েবসাইট গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর অনলাইনে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে ।
আবেদন মূল্য বিস্তারিত -
সকল জেনারেল প্রার্থীদের জন্য 100/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। বাকি সকল প্রার্থীদের জন্য 0/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন তারিখ বিস্তারিত -
অনলাইনে আবেদন শেষ তারিখ - 09/12/2023
আবেদনর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক - www.indiapost.gov.in
0 মন্তব্যসমূহ