অয়ন নাগ, ধর্মনগর ৬ নভেম্বর: ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে হেরোইনসহ এক নেশা কারবারিকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। ধৃত নেশা কারবারির নাম খোকন নমশূদ্র (৩৫)। তার বাড়ি ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকায়।
বেশ কিছু দিন ধরে ওই এলাকায় হেরোইন ব্যবসা চালিয়ে যাচ্ছিলো খোকন। এই খবরের ভিত্তিতে সোমবার পুলিশ তাকে পনেরো কৌটো হেরোইনসহ আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে, ওই এলাকা থেকে দুই বাক্স হেরোইন উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ধৃতের কাছ থেকে দুইবারে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একাটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান।
0 মন্তব্যসমূহ