Advertisement

Responsive Advertisement

আগরতলা রেলওয়ে স্টেশনের পার্সেল বুকিং কাউন্টার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

আগরতলা, ৯ নভেম্বর : রাজ্য থেকে বহির:রাজ্যে গাঁজা পাচারের জন্য প্রতিদিনই নতুন নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আগরতলা থেকে শিলিগুড়িতে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করল গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তথা জি আর পি। আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানা ওসি সঞ্জয় সেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, বিশেষ সূত্রে বুধবার তাদের কাছে খবর আসে যে, কাঞ্চনজঙ্ঘার পার্সেল ভ্যানে করে গাঁজা পাচার করা হবে। এই খবরের ভিত্তিতে জিআরপি আরো বেশি সতর্ক হয়ে যায় এবং আগরতলা রেল স্টেশনের পার্সেল বুকিং কাউন্টারের সামনে নজরদারে বাড়িয়ে দেওয়া হয়। ঐদিন বিকেল বেলা এক ব্যক্তি ছয়টি কার্টুন নিয়ে আসে পার্সেল ভ্যানে বুকিং এর জন্য। ওই ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। তখন তারা কার্টুনগুলো খুলে তল্লাশি চালালে এর ভেতর থেকে ৮৬ প্যাকেটে ৩১৯মোট কেজি গাঁজা উদ্ধার করেন। তখন গাঁজারসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার নাম উত্তম কুমার পাল, বাড়ি বৈষ্ণবটিলা এলাকায়। তার বিরুদ্ধে NDPS আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তাদেরকেও আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে জানিয়েছেন ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ