Advertisement

Responsive Advertisement

এলাকার বিভিন্ন শ্যামা পূজা ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা

আগরতলা, ১২ নভেম্বর: রবিবার বিভিন্ন জায়গার সঙ্গে আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডের বিভিন্ন অন্তগত বিভিন্ন এলাকাতেও দীপাবলি এবং কাালী পূজার আয়োজন করা হয। প্রতিটি পূজা কমিটির তরফেই ১২নং ওয়ার্ডের কর্পোরেট সান্তনা সাহাকে আমন্ত্রণ জানানো হয়।
এই আমন্ত্রণ গ্রহণ করে  এলাকার মহিলাদের সঙ্গে নিয়ে এলাকায় বিভিন্ন ক্লাবে, আবাসনে এবং বিভিন্ন বুথের শ্যামা মায়ের পূজা পরিদর্শন এবং মায়ের প্রসাদ গ্ৰহণ করেন কর্পোরেট সান্তনা সাহা। উৎসবের দিনে কর্পোরেটকে কাছে পেয়ে খুশি ব্যক্ত করেন আয়োজকরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ