সাব্রুম, ১২ নভেম্বর: রবিবার সকালে রাজ্যের দক্ষিণ জেলার সাব্রুম পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে তাদের হাতে আটক হয় নারী শিশু সহ ১৪ জন বাংলাদেশী। এই ১৪ জনের মধ্যে ৬ জনই শিশু এবং চারজন মহিলা ও চারজন পুরুষ। এদের নাম যথাক্রমে - রুবেল শেখ(২২) পিতা মৃত মহিম শেখ, বাড়ি বাংলাদেশের শাহিদাবাদ ঢাকা। মোহাম্মদ শহিদুল ইসলাম আকন (২৫) পিতা জামাল আকন,বাড়ি কদমতলী ঢাকা। আফসানা বেগম (১৮)স্বামী শাহিদুল ইসলাম আকন, বাড়ি কদমতলী ঢাকা। ইসমাইল সেখ (২৫) পিতা বাদশা শেখ বাড়ি মংলা বন্দর,বাগেরহাট ঢাকা। শামসুল আলম (৪৫) পিতা মৃত হারু হালদার, বাড়ি দক্ষিণ রাজাপুর, সারনখোলা, খুলনা। লাইজু বেগম (৩০) আমি হাসান হালদার, যার সাথে রয়েছে ফাতিমা আক্তার নামে তিন বছরের এক শিশু কন্যা,বাড়ি দক্ষিণ রাজাপুর, সারনখোলা খুলনা। মোহাম্মদ রহিম হালদার (১৩) পিতা হাফিজ হালদার, বাড়ি দক্ষিণ রাজাপুর, সারনখোলা খুলনা। জিহাদ হালদার(১০), পিতা হাসান হালদার,বাড়ি দক্ষিণ রাজাপুর, সারনখোলা খুলনা। নুসরাত জাহান (২৩) স্বামী রিয়াদ হালদার, তার সাথে রয়েছে শিশু কন্যা রিসা (০৪)সাইসা (০৮ মাস),বাড়ি সারনখোলা,বাগেরহাট খুলনা। তানিশা আক্তার (২৩) উজ্জ্বল হোসেন, তার সাথে রয়েছে উজারী হোসেন নামে দুই বছরের পুত্র সন্তান, বাড়ি মতিউর মার্কেট উত্তরখান ঢাকা।
এছাড়াও পুলিশ এবং বিএসএফ এই পাচারকার্যের সঙ্গে জড়িত আছে সন্দেহে সাব্রুমের বৈষ্ণবপুর এলাকা থেকে দুইজন মহিলা যথাক্রমে ক্রাইসু মগ, আথুভাই মগ এবং একজন যুবক খোকা ত্রিপুরাকে গ্রেফতার করেছে।
0 মন্তব্যসমূহ