Advertisement

Responsive Advertisement

হ্যাকারদের খপ্পরে প্রত্যুৎ কিশোরের ফেসবুক অ্যাকাউন্ট, অভিযোগ দায়ের

আগরতলা, ৯ নভেম্বর : তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ফেসবুক একাউন্ট হ্যাক করেছে হ্যাকররা, এই মর্মে বৃহস্পতিবার আগরতলার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করলেন দলের নেতা মেবার কুমার জমাতিয়া। তিনি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। 
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেবার কুমার জমাতিয়া, এই ঘটনার জন্য তীব্র সমালোচনা করেন। এই ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মেবার কুমার জমাতিয়া আরো বলেন, এই বিষয়টিকে তিপ্রামথা দল অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। তাই প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে এই বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ