সুমনা দাশ
আকাশটা রোজ বিকেলে রং বদলায়
মানুষের মনের মত।
ভালোবাসা অতৃপ্ত রয়ে যায়
আমার স্বপ্নের ডালার ক্ষত,
দেনা-পাওনার হিসেবের বেড়া জালে
রোজ রাতে চোখের জলে ভেসে যায়।
মায়াবী মনটাকে ছুঁতে পারে না কেউ
পড়ন্ত বিকেলের আকাশের মতো।
0 মন্তব্যসমূহ