আগরতলা, ২৯ নভেম্বর : সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব যুধবীর সিংকে জাতীয় তদন্ত সংস্থা বিনা কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ার পোর্ট থেকে দুপুর দুটোর সময় গ্রেফতার করে বলে অভিযোগ। এই ঘটনা খবর হতেই সংযুক্ত কিষান মোর্চার সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। যুধবীর সিং ভারতীয় কিষান ইউনিয়নের সাধারণ সম্পাদক। এন আই এ তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল। দিল্লি পুলিশ জানায় এফ আই আর ছিল যুধবীরের বিরুদ্ধে।
এতে সমস্ত কৃষক সংগঠন ক্ষোভে ফেটে পড়ে এবং দুপুরেই টোল প্লাজা অবরোধ করে রাখে। চাপে পড়ে দিল্লি পুলিশ যুধবীরকে মুক্তি দেয় বলেও দাবী। সারা ভারত কৃষক সভা বুধবার এক বিবৃতি দিয়ে বলেছে মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক যত জোর করে মানুষের মুখবন্ধ করার চেষ্টা করবে ততই মানুষ লৌহ কঠিন দৃঢ়তায় প্রত্যাঘাত করবে। যার নিদর্শন বুধবার কিছুটা দেখিয়েছে দেশের কৃষক সমাজ, যেটা মোদি সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে জিহাদ বলে জানান সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর।
0 মন্তব্যসমূহ