Advertisement

Responsive Advertisement

আসামে কৃষ্ণচন্দ্র গান্ধী স্মৃতি পুরস্কারে ভূষিত বিধায়ক রামপদ জমাতিয়া

আসামে কৃষ্ণচন্দ্র গান্ধী স্মৃতি পুরস্কারে ভূষিত বিধায়ক রামপদ জমাতিয়া
আগরতলা, ৫ নভেম্বর : বাগমা বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া কৃষ্ণ চন্দ্র গান্ধী স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। রবিবার আসামের ডিমাহাসাও জেলার হাফলংস্থিত জেলা লাইব্রেরি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়কের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পূর্বোত্তর জনজাতি শিক্ষা সমিতি তরফে জনজাতি অংশের মানুষের মধ্যে কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে তাকে। এই সময় আসামসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গুণীজন এবং পূর্বোত্তর জনজাতি শিক্ষা সমিতির সম্পাদক ড. অভিজিৎ পায়েং উপস্থিত ছিলেন।
বিধায়ক রামপদ জমাতিয়া পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার দেওয়ার জন্য তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন সাধারণ মানুষ বিশেষ করে জনজাতি অংশের মানুষের জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কারের সম্মানিত করা হলো। এই পুরস্কার মানুষের জন্য কাজ করার বিষয়ে আরো বেশি দায়বদ্ধ করে তুলেছে তাকে। আগামী দিনেও তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান। মানুষের উন্নয়ন বিশেষ করে জনজাতি অংশের মানুষের উন্নয়ন করাই হচ্ছে তার জীবনের অন্যতম লক্ষ্য। এই পুরস্কার মূল্য হিসেবে ১লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে মাই হোম ইন্ডিয়া থেকে ১১,০০০টাকা এই বছর জনজাতি গৌরব দিবসে দিল্লীতে তাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকেও পাঁচ লক্ষ লক্ষ একসাথে উত্তর পূর্ব ভারত শিক্ষা সমিতির দ্বারা পূর্ব পিলাক ভিসি এলাকায় ২০ একর জমিতে সি বি এস ই স্কুল এর কাজ শুরু করার জন্য দান করবেন বলে ঘোষনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ