Advertisement

Responsive Advertisement

বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষে গুরতর আহত বাইকচালক


শান্তিরবাজার, ২৩ নভেম্বর : বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার ট্রাইজংশন এলাকায় একটি টি আর ০১ এ ই ১৭০৯ নাম্বারের গরুবোঝাই বলেরু ট্রাক এবং টি আর ০৩ বি ৭৯৭৪ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইকচালক নারাইফাং এলাকার বাসিন্দা গৌতম রিয়াং(৪২) জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয় শান্তিরবাজারের দমকল বাহিনীর কর্মীরা। দমকলবাহিনীর কর্মীরা সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক দেখে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে প্রেরন করে।
শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় একটি ট্রাফিক সিগনাল বসানো হলেও বর্তমান সময়ে এটি অকেজো হয়ে রয়েছে। যার ফলে এই জায়গায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। অপরদিকে থানা বাবুদের ম্যানেজ করে প্রতিনিয়ত গরুবোঝাই গাড়ী দ্রুতগতিতে চলাচল করে বলে অভিযোগ। এইসকল গাড়ী দিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। যারমধ্যে আজকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আহত ব্যক্তি শান্তির বাজার এসডিএফও অফিসে কর্মরত কর্মী বলে জানা যায়।  এখন দেখার বিষয় অতিরিক্ত গরু বোঝাই গাড়ীটির বিরুদ্ধে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।  এইদিকে তাকিয়ে আছে শান্তিরবাজারবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ