Advertisement

Responsive Advertisement

আগরতলায় "নমন গুরুজী" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হবে শনিবার


আগরতলা, ২৩ নভেম্বর : "নমন গুরুজী" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। শনিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের বিখ্যাত তবলা বাদক পন্ডিত কুমার বোস। হারমোনিয়ামে থাকবেন কলকাতার হিরন্ময় মিত্র। তার সাথে তবলায় সঙ্গ দেবেন কলকাতার রোহেন বোস। এছাড়াও অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সুমন ঘোষ এই সংবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ