Advertisement

Responsive Advertisement

কুলাঙ্গার ছেলের আঘাতে আহত বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

কৈলাসহর, ৭ নভেম্বর : আরো একবার সামাজিক অবক্ষয়ের সাক্ষী হল ত্রিপুরা রাজ্যবাসী। ছেলের হাতে রক্তাক্ত বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কৈলাশহর ইরানি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বাবা কৈলাশহরের ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, পেশায় দিনমজুর বছর ৭৫এর আব্দুল আলীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার বড় ছেলে আব্দুল খলিকের বাকবিতণ্ডায় হয়।এক সময় আব্দুল খালিক তার বাবা আব্দুল আলীকে দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে যার ফলে আব্দুল আলীর মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। এলাকাবাসীদের সহযোগিতায় প্রথমে আব্দুল আলীকে নিয়ে যাওয়া হয় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আব্দুল খালিক এবং স্ত্রী আরাবুন নেসার বিরুদ্ধে কৈলাশহর ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ