আগরতলা, ১৫ নভেম্বর : রাজধানী আগরতলার এক নার্সিং হোম নাইটেঙ্গেলস এ গলব্লাডার স্টোন অপারেশনের জন্য খরচ ১ লাখ ৩০ হাজার নিলো কিন্তু তারপরও রোগাকে বাঁচাতে পারলো না নার্সিং হোম,তবে এতো টাকা কেন নিলো প্রশ্ন পরিবারের। এমনটাই অভিযোগ রোগীর পরিবারের। মঙ্গলবার উদয়পুরের মহিলার গলব্লাডারের অপারেশন হয়েছিল। অপারেশনের পর পরিবারের লোকজনদেরকে নার্সিং হোম কর্তৃপক্ষ বলেছে রোগী সুস্থ রয়েছে। কিন্তু ভোররাতে রোগীর পরিবারের সদস্যদেরকে জানায় রোগীর অবস্থা সংকট জন্য তাই জিবি হাসপাতালে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন পাশে ভাড়া বাড়িতে কে দৌড়ে নার্সিংহোমে আসেন এবং তারা দেখেন নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে শরীর ঠান্ডা। অনেকক্ষণ আগেই মৃত্যু হয়ে গিয়েছিল রোগিনির বলে তাদের অভিযোগ।
এই অভিযোগ রাজধানী আগরতলার ধলেশ্বর এলাকায় নাইটেঙ্গেলস নার্সিংহোমর বিরুদ্ধে। এই বেসরকারী নার্সিং হোমের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্বেও ব্যবস্থা নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর বলেও অভিযোগ। ডাঃ অমিত কুমার সিং এর অধীনে চিকিৎসাধীন ছিলেন রোগী বলেও জানান রোগীর পরিবারের লোক জন। তবে এই নিয়ে নার্সিং হোম কোন প্রতিক্রিয়া দেয়নি।
0 মন্তব্যসমূহ