Advertisement

Responsive Advertisement

দীপাবলীকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে পিলাক পার্কিং জোন কালী পূজা কমিটি

শান্তিরবাজার, ৯ নভেম্বর : অন্যান্য বছরের ন্যায় এই বছরও শ্যামা মায়ের আরাধনায় মাতোয়াতা হয়েছেন পিলাক পার্কিং জোন এর পূজি কমিটি। জোলাইবাড়ীতে সবচেয়ে বিগ বাজেটের পূজা হলো পিলাক পার্কিং জোনের পূজা। পূজাকে কেন্দ্র করে এই বছর দুইদিনের মেলার আয়োজন করাহয়েছে। মেলা ও পূজা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে পূজা কমিটির উদ্দ্যোগতারা বলেন, এইবছরে পূজার বাজেট ৪ লক্ষ টাকা। পূজাকে কেন্দ্র করে আয়োজিত দুই দিন ব্যাপী মেলাতে আগত দোকানদার থেকে কোনো প্রকারের অর্থ আদায় করাহবে না বলে জানান পূজা কমিটির উদ্দ্যোগতারা।
অন্যান্য জায়গায় মেলাতে দোকান দিতে গেলে দোকানদারদের কিছু অর্থ প্রদান করতে হয়। কিন্তু পিলাক পার্কিং জোনে আগত দোকানদারদের কোনো প্রকারের অর্থ প্রদান করতে হবে না। সকলে নিজ খুশিমতো মেলায় দোকানপাঠ নিয়ে বসতে পারবেন। পূজা কমিটি জানান এই পূজাকে কেন্দ্র করে সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরেরন্যায় পিলাক পার্কিং জোনে আয়োজিত পূজাকে কেন্দ্রকরে ব্যাপকহারে দর্শনার্থীর সমাগমঘটবে বলে আশাবেক্তকরেন পূজা কমিটির উদ্দ্যোগতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ