শীত ঋতুটা আসছে ধেয়ে মিলছে আভাস তারি, এরই মাঝে হিমেল হাওয়ায় শীত নেমেছে ভারি ।
টোকায় যারা ঝুপড়িতে বাস থাকে পথের ধারে, বুঝছে তারা শীতের দাপট বুঝছে হাড়ে হাড়ে ।
শীতবস্ত্র তো নেইকো তাদের সম্বল কিছু ছালা, শীত ঋতু তাই আসলে পরে বাড়ে তাদের জ্বালা ।
শিতের ঠেলায় তাইতো তারা থরথরিয়ে কাঁপে, বোঝে নাকো এমন দশা হয়েছে কোন পাপে ।
তোমার তো ভাই শীতের পোশাক আছে রাশি রাশি, যৎসামান্য দিয়ে তাদের ফোটাও মুখে হাসি।
** অসীম ভট্টাচার্য রাজ্যের বিশিষ্ট সমাজসেবী **
0 মন্তব্যসমূহ