সোমবার দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি প্রেম কুমা রিয়াং। অন্যদের উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ডিসেম্বর মাসে রাজ্য ভিত্তিক একটি বড়সড় জমায়েত করা হবে।
এডিসির সদর দপ্তর খুমুলুঙে এই জমায়েত করা হবে। দলের সভাপতি প্রেম কুমার রিয়াং এই সংবাদ জানিয়েছেন। তিনি আরো জানান বৈঠকে আসন্ন রাজ্য ভিত্তিক জনসভাকে সাফল্যমন্ডিতে করে তোলার জন্য চারটি সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার থেকেই এই সাব কমিটিগুলির সদস্যরা জমায়েতকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে মাঠে নেমে পড়বেন। বৈঠক থেকে সংশ্লিষ্ট কমিটিগুলিকে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
0 মন্তব্যসমূহ