বুধবার এক যোগে সারা দেশের ১০টি রাজ্যে মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায় NIA এর ১৭টি টিম। এদিন বিশেষ বিমানে ৬৮ জনের একটি টিম প্রথমে আগরতলায় আসে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তাদেরকে সহযোগিতা করেছে বিএসএফ সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে মোট ২১জন মানব পাচারকারী সদস্যকে দিন আটক করে। তাদের ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে এদিন দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।
ত্রিপুরা ছাড়াও আসামের ৫জন, পশ্চিমবঙ্গের ৩জন, কর্ণাটকের ৯ জন, হরিয়ানার ১জন, তেলেঙ্গানার ১জন এবং তামিলনাড়ুর ৩জন সহ মোট ৪৭জন দালালকে আটক করে। এই দালালদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো অনেক নতুন সদস্যদের কে আটক করতে পারবে বলেধারণা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ