আগরতলা, ২ নভেম্বর : চুরি কান্ডের অভিযোগের ২৪ ঘন্টা যেতে না যেতেই পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকারসহ তিন চোরকে আটক করতে সক্ষম হলো, এরমধ্যে দুইজন মহিলা সদস্য রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এবিষয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সংবাদ মাধ্যমকে জানান, বুধবার পশ্চিম থানাএকটি লিখিত ও অভিযোগ দায়ের করা হয়। রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকার এক পরিবারের সদস্যরা গত ২৩ অক্টোবর কলকাতা বেড়াতে যান, এখনো তারা কলকাতাতে রয়েছেন। এরমধ্যে বুধবার ওই পরিবারের সদস্যদের এক আত্মীয় থানায় অভিযোগ জানিয়েছেন সদস্যদের প্রবর্তনের সুযোগে চোরের দল বাড়ি ঘরে ঢুকে স্বর্ণালংকার সহ অন্যান্য সামগ্রী নিয়ে চলে গিয়েছে। এই বিষয়ে পশ্চিম আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং চোরেদের আটক করতে সক্ষম হয়। একটি নেকলেস, একটি মঙ্গলসূত্র দুটি দুটি চেইন, স্বর্ণ বাঁধানো ৪টি পলা, ৩টি শাখা, দশটি কানের রিং, একটি বালা, সাতটি আংটি এবং একটি আয়স্থসহ নগদ প্রায় চল্লিশ হাজার টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ জানানো হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তের নেমে বটতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই তিনজনের নাম যথাক্রমে সায়ন সরকার(১৯) বাড়ি ভাটি অভয়নগর এলাকায়, অরুনা বেগম(২৫), বাড়ি ভাটি অভয় নগর এলাকায়। কাজলী সরকার(২৩) তার বাড়ি জিরানিয়ার বিদ্যাসাগর কলোনী এলাকায়। আটক করার পর তিন জনের বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে। তখন বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির মধ্যে রয়েছে একটি মঙ্গলসূত্র, দুটি চেইন, চারটি পলা, একটি আংটি, একটি বালা, পাঁচ জোড়া কানের রিং এবং দুটি শাখা উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি সামগ্রী সহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের কেউ আটক করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেনপুলিশ সুপার।
0 মন্তব্যসমূহ