আগরতলা, ২০ডিসেম্বর: রাতের আঁধারে রাজধানী আগরতলার বিদুরকর্তা চৌমুহনী এলাকায় ভয়ংকর যান দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও ভিতরে থাকা চালক ও যাত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
ঘটনার বিবরণে আরো জানা যায় মঙ্গলবার রাত প্রায় দেড়টা নাগাদ রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী এলাকায় তীব্র গতিতে চলমান একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা সিসিটিভি লাগানো পিলারে৷ সঙ্গে সঙ্গে গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়া, তাই কোন হতাহত হয়নি৷ এই সময় চালক ও অন্য একজন গাড়িতে ছিল৷ মাত্রাতিরিক্ত গতির জন্য এই দুর্ঘটনা বলে জানা যায়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুুঁটে আসে৷ তবে এই ঘটনায় এখনো কোন মামলা নেয়নি টহলরত পুলিশ কর্মীরা বলে জানা গিয়েছে৷
0 মন্তব্যসমূহ