Advertisement

Responsive Advertisement

নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দারস্থ স্বামী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর: শান্তিরবাজার পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় দেবনাথ বিগত ১০ বছর পূর্বে নলুয়া কাজীরখিল এলাকার বাসিন্দা সংগীতা দেবনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের অনেকদিন সুখের সংসার চললেও গত ২৭শে নভেম্বর বিউটি পার্লারের কাজ শিখবে বলে বাড়ি থেকে বেরহয় স্ত্রী সংগীতা দেবনাথ। কিন্তু পরবর্তীসময় ঘরে আর ফিরে আসেনি উনার স্ত্রী।
অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে শান্তিরবাজার থানার দারস্থ হয় স্বামী। স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে ২৯ শে নভেম্বর শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে তার অভিযোগ। অবশেষে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দারস্থ হন স্বামী। এই নিখোঁজের ব্যাপারে জানাতে গিয়ে স্বামী জানান উনার স্ত্রী বাড়ি থেকে যাবার সময় নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্নলঙ্কার নিয়ে যায়। অসহায় স্বামী এখন চাইছে প্রসাশন যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে উনার স্ত্রীকে ফিরিয়ে দেয়। উনার স্ত্রীকে অর্থের লোভে কেউ অপরহরন করেছে কিনা তানিয়ে প্রশ্ন জাগছে স্বামীর মনে। এখন দেখার বিষয় নিখোঁজ গৃহবধূকে খুঁজে দিতে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ