Advertisement

Responsive Advertisement

নতুন করে আরো ২৯,৪১০ জনকে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের

আগরতলা, ৩০ ডিসেম্বর : ২০২৪ ইংরেজি নববর্ষ শুরুর আগে রাজ্যের একটা বড় অংশের মানুষের জন্য সুখবর নিয়ে এলো সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর।
রাজ্যে নতুন করে আরো ২৯,৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে। শনিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়।
তিনি জানান রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে নতুন করে আরো ১৪,১৫৭ জনকে বৃদ্ধ ভাতা দেওয়া হবে। বিধবা ভাতা দেওয়া হবে ১,৬৫৩ জনকে। স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়া হবে ৫,৩৮৮ জনকে। ৪৫ বছরের উপর অথচ বিবাহিত নন এমন ৪২০জন মেয়েকে ভাতা দেওয়া হবে। সব মিলিয়ে মোট ২৯,৪১০ জনকে ভাতা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী টিংকু রায় জানান এর ফলে রাজ্যে বিভিন্ন ধরনের সামাজিক ভাতা প্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে হবে চার লক্ষ দশ হাজার ৭৮ জন। বিভিন্ন সামাজিক ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারের বছরে প্রায় ৮০ কোটি টাকা খরচ হয় বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ