বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমকে জানান, কৃষি কাজের উপযোগিতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যে ড্রোন দিদি প্রকল্প গ্রহণ করেছেন তার জন্য তিনি ডক্টরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাজধানী আগরতলার নিকটবর্তী এলাকায় যে কৃষি মহাবিদ্যালয় রয়েছে, বর্তমানে এটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। এই কলেজটিকে ইমফলস্থিত কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানানো। কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হলে রাজ্যের ছাত্র-ছাত্রীদের কৃষি বিষয়ক গবেষণায় অনেক বেশি সুযোগ সুবিধা হবে বলে জানান। জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাতের অসামঞ্জস্য তার কথা চিন্তা করে খারীফ মরসুমে চাষের উপযোগী অতি অল্প মেয়াদি সময়ে চাষের উপযোগী ধানের জাত, রবি মরসুমে আলোক সংবেদনশীল ধানের জাত যাতে কৃষি গবেষকরা উদ্ভাবন করেন তার জন্য আহ্বান জানানো হবে।
0 মন্তব্যসমূহ