শান্তিরবাজার, ১৬ ডিসেম্বর : আগামী ২১ ডিসেম্বর বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে হতে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া। এই মহড়াকে সাফল্য মন্ডিত করতে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মহকুমা শাসকের কর্যালয়ের কনফারেন্স হলে হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, ডি সি এম সৌমেন দেব, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীত সেন, শান্তিরবাজার বনদপ্তরের আধিকারিক বাবুল মগসহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এই আলোচনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য।
0 মন্তব্যসমূহ