Advertisement

Responsive Advertisement

যৌথ অভিযানে মহারাজগঞ্জ বাজারে চালসহ গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত

আগরতলা, ৮ ডিসেম্বর : বেশ কিছু দিন বিরত থাকার পর সদর মহকুমা প্রশাসনের এবং খাদ্য ও জনসংভরণ দপ্তর যৌথ ভাবে আবারও রাজধানীর বাজার গুলিতে অভিযান শুরু করেছে। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। এদিনের এই অভিযানে একটি চালের দোকান থেকে দশ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে দোকানটিকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও বাজারে একাধিক দোকানের প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। একটি রেস্টুরেন্ট থেকে দুটি LPG ডোমেস্টিক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এখন আবার নিয়মিত ভাবে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ