আগরতলা, ৫ ডিসেম্বর : মফসল শহর কমলপুরের মেয়ে কোয়েল ঘোষ। মায়ের স্বপ্ন একদিন মেয়ে বড় আইনজীবি হয়ে মামলা লড়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে রাজধানী আগরতলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান আইন বিষয়ে। সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হটাৎ ছন্দপতন হয় গত শনিবার, আগরতলা যোগেন্দ্রনগর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় কোয়েল। এদিক-ওদিক খোঁজ খবর নেওয়া ও এখানে-ওখানে ফোন করার পরও যখন মেয়েকে পাওয়া যাচ্ছিলো না, তাই বাধ্য হয়ে থানায় একটি মিসিংডাইরি করেন চিন্তিত মা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়ের ছবি দিয়ে প্রচার চালান মা, এই আশায় যদি কেউ মেয়ের খোঁজ পায় তবে যেন খবর দেয়। এভাবে এক যুবতী মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় রাজ্য জুড়ে।
অবশেষে নিখোঁজ রহস্যের জট খুললো কোয়েন নিজেই। যে নব বধূর সাজে ছবি প্রকাশ করে তার উপস্থিতির জানান দেয়। সেই সঙ্গে জানায় সে ভালো আছে নিজের পছন্দের ছেলের সঙ্গে স্বেচ্ছায় বিয়ে করেছে। পশ্চিমবঙ্গ'র একটি মন্দিরে বিয়ে করে তারা দুজনে বর্তমানে কলকাতা টালিগঞ্জ এলাকায় রয়েছে। অবশেষে স্বস্তি ফিরে পান সকলে।
0 মন্তব্যসমূহ