শান্তিরবাজার, ২২ডিসেম্বর : শুক্রবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মসজিদ সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে একটি অটো ও মারুতি গাড়ীর সংঘর্ষ ঘটে। অটো ও মারুতিগাড়ী শান্তিরবাজার থেকে বীরচন্দ্রমনুর দিকে যাচ্ছিলো এই সময় মারুতি গাড়ীটি দ্রুতগতিতে এসে অটোর পেছনের দিকে জোরে ধাক্কা দেয়। এতে অটো চালকসহ ৩ জন যাত্রী আহত হয়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় এডিসির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রেরন করেন।
অপর দিকে দুর্ঘটনার পরবর্তী সময় মারুতি গাড়ীটি পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তী সময় পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ অটোটিকে থানায় নিয়ে যায় ও মারুতি গাড়ীটি খোঁজার চেষ্টা চালাচ্ছে। এই দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ